হোম > ছাপা সংস্করণ

এক দিন পরেও তথ্য দেয়নি শিক্ষা অফিস

টাঙ্গাইল প্রতিনিধি

এক দিন পার হলেও এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার পাসের হারের তথ্য দিতে পারেনি শিক্ষা অফিস। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ তথ্য পাওয়া যায়নি। গত বৃহস্পতিবারও কোনো তথ্য দিতে পারেনি তারা। কবে নাগাদ এ তথ্য পাওয়া যাবে, তা বলতে পারেননি কেউ।

এ বিষয়ে কথা বলতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম বলেন, জেলায় পাসের হার কতভাগ, এমন তথ্য জেলা শিক্ষা অফিসারের কাছে চাওয়া হয়েছে।

এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে কোনো বিষয়ে তথ্য চাইতে গেলে বেশ বেগ পেতে হয়। অনেক সময় অসংগতিপূর্ণ তথ্য সরবরাহ করা হয়। এতে করে তথ্যবিভ্রাট হয় বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বোর্ডসহ দেশের আটটি বোর্ডে ফলাফল প্রকাশিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ