প্রতিষ্ঠার ৪৫ বছর পর বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার করে সন্তান প্রসবের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এর মাধ্যমে রোগীদের সেবায় এক নতুন দ্বার উন্মোচিত হলো।
এ দিন পৌরসভার বাসাইল পূর্বপাড়া গ্রামের মো. কামাল মিয়ার স্ত্রী সাথি আক্তারের সফল অস্ত্রোপচার করা হয়। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফিরোজুর রহমান এই অস্ত্রোপচার পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার, চিকিৎসক রাকিব, চিকিৎসক নাজমুন ও অ্যানেস্থিস্ট আরিফ।
ফিরোজুর রহমান বলেন, এখন থেকে বাসাইলেই নিয়মিত সিজার, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোনসহ বিভিন্ন অপারেশন করা হবে। গরিব রোগীদের সর্বস্ব বিক্রি করে প্রাইভেট হাসপাতালে যেতে হবে না।