গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের মনছুর আলীর ছেলে ইউনুস আলী। সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন তিনি। করোনা মহামারির সময় কলেজ বন্ধু থাকায় অকারণে সময় নষ্ট না করে সবজি চাষের পরিকল্পনা করেন তিনি।
বাবার মৎস্য খামার দেখাশোনার দায়িত্ব পালন করেন। একপর্যায়ে মাছের খামারের পাড়ে শিম চাষের পরিকল্পনা নেন। কিছুদিনের মধ্যে পান সফলতাও। ভালো ফলনে লাভের মুখ দেখেছেন তিনি। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করছেন বাড়তি অর্থও।
এদিকে, ইউনুস আলীর সফলতা দেখে আশপাশের অন্য বেকার যুবকেরাও সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
কথা হলে শিক্ষার্থী ইউনুছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ বন্ধ থাকায় বাড়িতে বসে সময় কাটাতে হচ্ছিল, তখন চিন্তা করলাম কিছু একটা করি। পরে শিম চাষের পরিকল্পনা নেই। এই কাজ করে ভালো সময়ও কেটেছে, এখন লাভও হচ্ছে। আশপাশের অনেক ছেলেমেয়ে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।’
একই গ্রামের সোহেল, রিপন, সুমাইয়া ও রিপা জানান, ইউনুছের দেখাদেখি তাঁরাও সবজি চাষে উদ্বুদ্ধ হয়েছেন।