হোম > ছাপা সংস্করণ

সাব্বিরের নতুন দুই গান

এবারের জাতীয় সংসদ নির্বাচনের পুরো সময়টা নির্বাচনী গান নিয়েই ব্যস্ত ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামান। ছয়জন প্রার্থীর জন্য গান করেছিলেন তিনি। সাব্বির জানালেন, ছয়জনের প্রত্যেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিটিভিতেও গেয়েছিলেন নির্বাচনবিষয়ক সচেতনতামূলক একটি গান। নির্বাচনী গানের ব্যস্ততার আগে তৈরি করেছিলেন নিজের একটি গান। শিরোনাম ‘ও মেয়ে’।

৭ জানুয়ারি নির্বাচনের ফলাফলের মাঝেই তিনি প্রকাশ করেছেন গানটি। ‘ও মেয়ে তুমি তুমি আর আমায় এভাবে দেখো না’—এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন সাব্বির। মিউজিক ভিডিও বানিয়েছেন লতা আচার্য। গানঘর প্রযোজিত রোমান্টিক ঘরানার গানটি প্রকাশ করা হয়েছে সাব্বির জামানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। মডেল হয়েছেন সিনথিয়া।

ও মেয়ে গানের জন্মকথা জানতে চাইলে সাব্বির বলেন, ‘এটা কিন্তু আমার লাইফটাইম সং। মানে জীবন থেকে নেয়া গান। একদিন কফি শপে কফি খেতে বসে চোখ পড়ল এক মেয়ের দিকে। সে এমনভাবে তাকাচ্ছিল, তার চাহনির প্রেমে পড়ে গেলাম। ওখানে বসেই মনে মনে লিখে ফেললাম প্রথম চারটি লাইন। এরপর বাসায় ফিরে আমার স্ত্রীকে ঘটনাটি বলে গানের চারটি লাইনও শোনালাম। পছন্দ হলো তার। বলল, এক্ষুনি স্টুডিওতে যাও, সুর করে ফেল, পারলে বাকি লাইনগুলোও লিখে ফেল। আমি স্টুডিওতে বসলাম। গানের মুখটা সুর করে ফেললাম।’

পুরো গানটি তৈরি হওয়ার পর সাব্বির বসলেন মিউজিক ভিডিওর পরিকল্পনা নিয়ে। মডেল হিসেবে বেছে নিলেন সিনথিয়াকে। আর লোকেশন হিসেবে কক্সবাজার। নির্বাচনী ব্যস্ততা শেষে ৭ জানুয়ারি ‘ও মেয়ে’ প্রকাশ করলেন অনলাইনে। 

সাব্বির জানালেন, ইউটিউবের চেয়ে ফেসবুকে ভালো সাড়া মিলেছে গানটির। রোমান্টিক গান শেষে এখন একটি দেশাত্মবোধক গান নিয়ে কাজ করছেন সাব্বির। কবির বকুলের লেখা ও সুরে ‘আকাশ পাহাড় নদী সাগর’ শিরোনামের গানটির রেকর্ডিং শেষ। এখন চলছে ভিডিওর পরিকল্পনা। মিউজিক ভিডিও নির্মাণ শেষে আগামী মার্চ মাসে মুক্তি দেবেন এ গানটিও।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ