কমলগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় মো. রুয়েল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুয়েল মিয়া দক্ষিণ বালিগাঁও গ্রামের মো. মখলিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে বটতল এলাকা থেকে ভানুগাছ বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে ওঠেন রুয়েল। এ সময় শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ ফুট নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে রুয়েলের মৃত্যু হয়।
রুয়েলের বড় ভাই মো. সোহেল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য মো. সুরমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক নিয়াজ মাহমুদ জানান, এ ঘটনায় চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।