বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধে সিভিক এনগেজমেন্ট অ্যালায়েন্স অ্যাডভোকেসি ও লবি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শরণখোলা অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনা সৃষ্টিতে বিদ্যমান আইন বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ভয়েস অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সহীদুল ইসলাম।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন এবং শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম আকন প্রমুখ প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তব্য দেন।