বরিশালে ডিজেল, কেরোসিনসহ চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে করেছে গণসংহতি আন্দোলন। গত শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।
গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আব্দুল রসিদ নিলুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব আরিফুর রহমান মিরাজ, ববি শিক্ষার্থী ও গণসংহতি আন্দোলনের সদস্য জামান কবির, হাসিব আহমেদ, ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন গণতন্ত্রের সাইনবোর্ড লাগিয়ে সরকার দেশের হাজারো অসহায় মানুষকে জিম্মি করে রেখেছে। আজ কারণ ছাড়াই ডিজেল, কেরোসিনের দাম বাড়ানোয় দেশব্যাপী মানুষ পরিবহন সেক্টরের ধর্মঘটে অসহায় হয়ে পড়েছে।