কিশোরগঞ্জ জেলার ১৩ থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা। পুলিশ সুপারের কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) গোলাম মোস্তফার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলার ১৩টি থানার মধ্যে সামগ্রিক কর্মতৎপরতায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে আগামী দিনে তাঁর দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি কুলিয়ারচরের জনগণ আরও ভালো সেবা পাবে তাঁর কাছ থেকে।’
এ প্রসঙ্গে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘এই পুরস্কার জনগণকে আরও বেশি সেবা দিতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি মানুষকে বোঝাতে চাই, পুলিশ জনগণের বন্ধু ও সেবক।’