জুঁইয়ের সহপাঠীরা দল বেঁধে স্কুলে যায়। ক্লাসের ফাঁকে মেতে ওঠে নানা খুনসুটি আর দুরন্তপনায়। কিন্তু ৯ বছর বয়সী জুঁই তার সহপাঠীদের এই আনন্দ-উচ্ছ্বাসে শামিল হতে পারছে না। অসুস্থতার কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার। একটু পরপরই বুকের ব্যথায় হাউমাউ করে কেঁদে ওঠে সে। মেয়ের এমন কষ্টে বুকফাটা আর্তনাদ মা চম্পা বেগমের। জুঁইয়ের চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। কিন্তু তার হতদরিদ্র বাবা-মায়ের পক্ষে এত টাকার জোগান দেওয়া সম্ভব নয়।
জুঁইয়ের মা চম্পা বেগম বলেন, মেয়েটা ব্যথা-ব্যথা বলে সারাক্ষণ কাঁদতে থাকে। কয়েক মাস আগে জেলা শহরে একজন চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর জুঁইয়ের হার্ট ছিদ্র জানিয়ে তাকে হৃদ্রোগ ইনস্টিটিউট অথবা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে বলা হয়। সেখানেও নেওয়া হলে চিকিৎসকেরা দ্রুত জুঁইয়ের হার্টের অপারেশন করতে হবে বলে জানান। চিকিৎসকেরা ঢাকায় অপারেশন করতে রাজি হন।
তিনি আরও বলেন, ‘অপারেশনের জন্য ৩ লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। টাকার জন্য মেয়ের চিকিৎসা করাতে পারছি না। মেয়েকে বাঁচাতে সবার সহযোগিতা চাই।’