দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গণ–অনশন কর্মসূচিতেও এক হতে পারেনি ফরিদপুর বিএনপি। অতীতের মতো এবারও দলীয় কোন্দল আর নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে পৃথকভাবে গণ–অনশন কর্মসূচি পালন করেছেন নেতারা।
গতকাল শনিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গণ–অনশন করেন একটি অংশ। এতে নেতৃত্ব দেন বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আবজাল হোসেন খান পলাশ, যুবদল নেতা বেনজীর আহমেদ তাবরিজ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
শহরের জনতা ব্যাংক মোড়ে কেন্দ্র ঘোষিত একই কর্মসূচি সাবেক বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ পালন করেন। তিনি কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবি সিদ্দিকী মিতুল বলেন, ‘বৃহত্তর ফরিদপুরের জেলা বিএনপির যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের সাংগঠনিক ব্যর্থতার কারণেই দলের মধ্যে এখনো গ্রুপিং রয়েছে। আমরা যাঁরা তৃণমূলের রাজনীতি করি আমাদের মধ্যে তেমন কোনো বিরোধ নেই। এ অঞ্চলের সিনিয়র নেতারা নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিলে কোনো গ্রুপিং থাকবে না।’