মঠবাড়িয়ায় ৪৫ দিন পর ইমরান গাজী (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির লাশ কবর থেকে তোলা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান ও ডা. প্রিতম কুমার পাইকের উপস্থিতিতে লাশ তোলা হয়।
গত ১১ অক্টোবর দুপুরে পৌর শহরের সবুজনগর গ্রামের আউয়াল শরীফের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে ফ্যান লাগানোর রডের সঙ্গে ইমরানকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া থানা-পুলিশ।
এ ঘটনা থানায় মামলা না নেওয়ায় ইমরানের ভাই আব্দুল্লাহ গাজী বাদী হয়ে গত ১৮ অক্টোবর ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দেন।