ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৭ বছর পর সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। গতকাল সোমবার থেকে বিনা মূল্যে সিজারিয়ান অপারেশন চালু হয় সরাইলে। সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় পর থেকে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রথম দিন সিজার অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন সার্জন ডা. মারিয়া পারভিন। এনেস্থেটিস্টের দায়িত্বে ছিলেন ডা. সুরজিৎ ঘোষ।
সিজারিয়ান অপারেশন করা রোগী সাদিয়া আক্তারের (১৮) স্বজনেরা জানায়, বিনা মূল্যে সিজারিয়ান অপারেশন করতে পারায় তাঁরা খুব খুশি। তাদের পরিবারের পক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা যোগার করা সম্ভব হতো না। স্বাস্থ্য কমপ্লেক্সের এমন সিদ্ধান্তে তাদের অনেক উপকার হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, ‘আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জন ছিল না। এনেস্থেটিস্টও ছিলেন না। তাই সিজার ও অপারেশন বন্ধ ছিল। দীর্ঘ ৭ বছর পর আবার চালু হলো বিনা মূল্যে সিজার অপারেশন। আশা করি আর বন্ধ হবে না।’