হোম > ছাপা সংস্করণ

শিকার ছেড়ে কবুতর পালন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আব্দুল ওয়াহেদ এলাকায় পাখি শিকারি হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই পাখি শিকারের কাজে তিনি ছিলেন বেশ পটু। এমনকি পাখি শিকারের জন্য তিনি বন্দুকও ব্যবহার করতেন। একসময় জানলেন পাখি শিকার করা অপরাধ। এরপর থেকে শিকার বন্ধ করে দেন। বিক্রি করেন বন্দুক। শুরু করেন কবুতর পালনের কাজ। এখন তাঁর খামারে ১০০ জোড়া কবুতর।

ওয়াহেদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ বারঢালী এলাকায়। কৃষিকাজের পাশাপাশি নিজ বাড়িতে তিনি কবুতর পালন করছেন। শখের বসে সাত বছর আগে লাল সিরাজি ও কালো সিরাজি জাতের আটটি কবুতর নিয়ে পালন করা শুরু করেন তিনি। এখন তাঁর খামারে ছয় জাতের ১০০ জোড়া কবুতর।

গত সোমবার সকালে ওয়াহের বাড়িতে গিয়ে দেখা গেছে, কবুতরের খাবার দিচ্ছেন তিনি। চারপাশ ঘিরে রয়েছে কবুতর। কেউ মাথায় চড়ছে, কেউবা হাত থেকে খাবার খাচ্ছে। এমন দৃশ্য দেখতে অনেকে আসেন তাঁর বাড়িতে।

খামার দেখতে আসা কালমেঘ আর আলী কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, ‘কবুতরগুলো সরাসরি হাত থেকে খাবার খাচ্ছে। তাঁর সঙ্গে খেলা করছে। কতটা নিরাপদ এবং নির্ভরশীল মনে করলে মানুষের এত কাছে আসে পাখি। ভাবছি বাড়িতে আমিও কবুতর পালন করব।’

কবুতর চাষি আব্দুল ওয়াহেদ বলেন, ‘কবুতরের প্রতি আমার আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। কৃষি কাজের পর যেটুকু সময় পায় এদের সঙ্গে সময় কাটায়। প্রথমে এটি শখের বসে হলেও এখন বৃহৎ আকারে করার চিন্তা করছি। সরকারি সহযোগিতা পেলে খামার বড় করব। তখন এতে অনেকের কর্মসংস্থান হবে।’

ওয়াহেদ বলেন, ‘২০০ কবুতর খাওয়ানোর জন্য দৈনিক ৪০ থেকে ৭০ টাকা খরচ হয়। মাসে মাসে ডিম এবং বাচ্চা দেয় এগুলো। বাজারে কবুতরের ব্যাপক চাহিদা রয়েছে। জোড়া প্রতি দুই হাজার পর্যন্ত বিক্রি হয়।’

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বালিয়াডাঙ্গী উপজেলায় বাণিজ্যিকভাবে কেউ কবুতরের খামার করেননি। সবচেয়ে বেশি কবুতর পালন হচ্ছে ওয়াহেদের বাড়িতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন বাড়িতে অল্প অল্প করে কবুতর পালন করা হলেও বাণিজ্যিকভাবে চাষাবাদের চিন্তা কেউ করেনি। ওয়াহেদের কথা শুনেছি। আমরা তাঁর পাশে থাকব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ