মধুপুর প্রতিনিধি
মধুপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী কার্যক্রম ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ার ক্ষেত্রে নারীদের ভূমিকা সম্পর্কে অবহিত করতে এ সমাবেশ করা হয়। গতকাল দুপুরে শোলাকুড়ি ইউনিয়নের দীঘিরপাড়ে এই সমাবেশ আয়োজন করে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প।
সমাবেশে সভাপতিত্ব করেন ওই ইউপির চেয়ারম্যান মো. আক্তার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান। বক্তব্য দেন উৎপল চন্দ্র সরকার প্রমুখ।