২৫ বছর আগে মাত্র দেড় ঘণ্টার অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) যাত্রা। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে সময়ের দৈর্ঘ্য। এবার রজতজয়ন্তীতে ২৪ ঘণ্টার সম্প্রচারে গেল কেন্দ্রটি। গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এ কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম ২৪ ঘণ্টায় উন্নীত করা হচ্ছে। এই কেন্দ্র বর্তমানে স্যাটেলাইট, টেরিস্ট্রিয়ালসহ বিটিভির অ্যাপসের মাধ্যমে একযোগে অনুষ্ঠান সম্প্রচার করছে। আমরা অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। বর্তমানে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি দেশে ৪৫টি বেসরকারি টেলিভিশন, ৩২টি কমিউনিটি রেডিও পরিচালিত হচ্ছে। যার বেশিরভাগই আমাদের সরকার অনুমোদন দিয়েছে।’
২৪ ঘণ্টার সম্প্রচার উদ্বোধন উপলক্ষে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘আজ (রোববার) থেকে ২৫ বছর আগে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সম্প্রচার শুরু হয়। এতদিন তা ২৪ ঘণ্টা সম্প্রচার ছিল না। এখন থেকে ঢাকা কেন্দ্রের মতো এ কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু হলো।’
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে যাত্রা শুরু করে কেন্দ্রটি।