হোম > ছাপা সংস্করণ

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৪৮ কেজির বাগাড়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ৪৮ কেজি ওজনের বাগাড়। মাছটি উপজেলার থানাহাট বাজারে ৬২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বক্কর আলী জানান, রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট গ্রামের জেলে বাবুল কুমার গত বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। সেখানেই বিশাল বাগাড়টি ধরা পড়ে। খবর পেয়ে নদীর ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। সেখানে উন্মুক্ত ডাকে ১ হাজার টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় মাছটি কিনে নেন থানাহাট বাজারের ব্যবসায়ী লাল চরণ।

লাল চরণ পরে বিকেল থেকে রাত পর্যন্ত থানাহাট বাজারে বাগাড়টি কেটে প্রতি কেজি হিসেবে মোট ৬২ হাজার ৪০০ টাকায় খুচরা বিক্রি করেন।

লাল চরণ বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন আকারের বাগাড় মাছ ধরা পড়ছে। বাজারে এই মাছের বেশ চাহিদা রয়েছে।

উপজেলার মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান ৪৮ কেজি ওজনের বাগাড় মাছ ধরার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি। আমরা এই এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে এদের রক্ষা করতে চেষ্টা করছি, যেন এগুলো নদীতে বংশ বিস্তার করতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ