ভূঞাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক আত্মীয়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে (২৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে ভূঞাপুর থানা-পুলিশ।পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না। এ সময় সে বাথরুমে গেলে ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে শিশুটির মা বাড়িতে এসে ঘটনা শুনে ওই ব্যক্তির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।