জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিবিএ নেতা তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে।
গতকাল শুক্রবার সকালে তারাকান্দি সংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সিবিএ-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তাদের বাড়ি গাজিপুরের মাওনা এলাকায়। যমুনা সারকারখানায় চাকরির সুবাদে ২০০১ সাল থেকে তাঁরা সেখানে বসবাস করে আসছেন।
নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গতকাল শুক্রবার সকালে তার স্বামী তোফাজ্জল হোসেন কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাসের টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।
এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করেন, সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তিনি জানেনই না।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।