চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ জন জনকে আটক করেছে র্যাব। গত শনিবার রাতে শিবগঞ্জের টিকরী বাজারে অভিযান চালিয়ে র্যাব সদস্য তাঁদের আটক করেন। এ সময় ৭টি কম্পিউটার জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মোবারকপুর ইউনিয়নের টিকরী গ্রামের লিটন আলী (২৮), কালীচক গ্রামের সারিকুল ইসলাম (৩৫) ও আলম আলী (২৩), নামোটিকরী গ্রামের বাইতুল ইসলাম (৩৯), লক্ষীপুর গ্রামের আহসান হাবিব (৪৪) ও মোবারকপুর গ্রামের মিজানুর রহমান (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিবগঞ্জের টিকরী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামসহ ৬ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়।