নরওয়ের সবচেয়ে বড় পেনশন তহবিল ‘কেএলপি’ বিশ্বের নানা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা শেয়ার কেনে। কোম্পানিটির অর্থলগ্নির তালিকায় থাকা ১৪টি কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।
১৪টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের দুটি করে এবং ইতালি, চীন, ইসরায়েল ও ভারতের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
গতকাল এক বিবৃতিতে কেএলপি জানায়, তদন্তে এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র, গুচ্ছ অস্ত্র এবং অ্যান্টি-পারসোনাল মাইন অস্ত্র তৈরি বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নৈতিক জায়গা থেকে এসব কোম্পানিতে অর্থলগ্নি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।