হোম > ছাপা সংস্করণ

বাবার অটোতে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ব্যাটারিচালিত অটোরিকশা ঘরের পাশে রেখে খেতে যান গাজীপুরের শ্রীপুরের চালক নাছির উদ্দিন। তিনি ঘরে ঢোকার পর তাঁর ছেলে এনায়েত উল্লাহ (১) অটোরিকশার নিচে খেলতে যায়। খাওয়া শেষে অটোরিকশায় ওঠেন নাছির। অটোরিকশা চালু করে সামনে এগোতেই শুনতে পান শিশুর কান্না। অটোরিকশা থামিয়ে দেখেন নিজের ছেলে অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়েছে।

পরে দ্রুত তাকে নিয়ে ছুটে যান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু সেখানে নেওয়ার আগেই মারা যায় শিশু এনায়েত। গতকাল বুধবার বেলা দুইটার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কালিঝুলি গ্রামে ঘটনাটি ঘটে।

বরমী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘অসাবধানতার জন্য বাবার অটোরিকশার নিচে পড়ে শিশু পিষ্ট হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ