পীরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ বেকারি খাবার ও নিম্নমানের ওষুধ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দেবী চৌধুরানী বাজার ও বকসি বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
জানা গেছে, অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলার দেবী চৌধুরানী বাজারের লুনা বেকারিতে অভিযান চালায় পুলিশ। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রাখা ও মেয়াদোত্তীর্ণ বেকারি খাবার বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বকসি বাজারের ইসমাইল ফার্মেসিতে নিম্নমানের ওষুধ বিক্রির অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম।