ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এটিএন বাংলা জাতীয় বিতর্কে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দল। গতকাল শনিবার সাড়ে ১১টায় এটিএন বাংলায় বিতর্কের চূড়ান্ত পর্ব সম্প্রচার করা হয়। টেলিভিশন বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটিই প্রথম জয়।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এ সংসদ মনে করে, গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’। বিতর্কে সরকার দলে ছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা হলেন দীপ্তব্রত দাস, সাদিয়া আফরিন দীপা, আল নাইম, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুর রহমান। তাঁরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বিজয়ী দলে সদস্য কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি দীপ্তব্রত দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আশা করি, আমাদের এই অর্জনের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’ এ নিয়ে দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেলিভিশন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করেছে।