বাগেরহাটের শরণখোলায় ৯৫০টি ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শরণখোলা থানা সূত্রে জানা যায়, উপজেলার মঠেরপাড় এলাকায় ইয়াবা কেনাবেচার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
এ সময় একই এলাকার তফসের হাওলাদার (৬০), তাঁর ছেলে মো. সগির ওরফে সাল্লু হাওলাদার (৩২), ভারানীরপাড় এলাকার নাইম হাওলাদার (১৮), মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. রেজা শেখ (৩০) ও ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার ইয়াসিন রাব্বিকে (১৫) আটক করে শরণখোলা থানা-পুলিশ। তাঁদের তল্লাশি করে ৯৫০টি ইয়াবা, ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের একটি ডিজিটাল মিটার, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।