পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর (৩০) মৃত্যুতে গতকাল মঙ্গলবার কাউখালী ও নজিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
ফয়সাল মাহবুব শুভ কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী হানিফ হোসেনের ছেলে ফয়সাল মাহবুব শুভ। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল বিকেলে শুভর গ্রাম কাউখালীর গোয়ালতার মানুষেরা খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আব্দুস শহীদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টনের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল করা হয়।
এদিকে, শুভর মৃত্যুতে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। উপজেলার প্রতিটি অলিগলি রাস্তায় বিক্ষোভ শেষে উপজেলা গেটে পথসভা করেন তাঁরা। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে পিরোজপুরের শংকরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে আহত হন ফয়সাল মাহবুব শুভ। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা স্পেশালাইজড হাসপাতালে গত সোমবার রাত ১২টায় মারা যান তিনি।