বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের হোটেল-মোটেলে সপ্তাহব্যাপী ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও সিংইয়ং ম্রো, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পর্যটন পুলিশের সদরের ইনচার্জ আমিনুল হক প্রমুখ।
সভায় ক্যশৈহ্লা বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে বান্দরবানে জাঁকজমকভাবে উদ্যাপন করা হবে। এ জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।
পার্বত্য জেলা পরিষদরে প্রশাসনিক কর্মকর্তা উচি মং এর সঞ্চালনায় বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, আজকের পত্রিকা জেলা প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।