মধুপুর পৌরশহরের পাইলট সুপার মার্কেটের সানরাইজ টেলিকমে চুরি হয়েছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানিয়েছেন ওই দোকানের ম্যানেজার ফজলুর রহমান।
ওই মার্কেট সূত্রে জানা গেছে, সানরাইজ টেলিকমের মালিক লুৎফর অল্প কিছুদিন আগে মোবাইল ফোন কোম্পানি অপ্পোর একটি শো-রুম দেন। ওই দোকানের ম্যানেজার শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল সকালে দোকান খুলেই দেখতে পান দোকান ফাঁকা। পরে অন্য শাটার চেক করে দেখতে পান চোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুনরায় নতুন তালা লাগিয়ে গেছে।
দোকান মালিক লুৎফর রহমান বলেন, ‘অল্প কিছু দিন আগেই দোকানটি নতুন করে সাজিয়েছি। অনেক দামি মোবাইল দোকানে এনেছি। চোরেরা একটি মোবাইলও রেখে যায়নি। এতে আমার ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ও মেয়র সিদ্দিক হোসেন খান ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন বলেন, সানরাইজ টেলিকম থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮৭টি মোবাইল চুরি হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় অভিযোগ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।