বাবা খোদাবক্স সানু ছিলেন গানের মানুষ। নিজে গান করতেন, অন্যদের গান শেখাতেন। তাঁর কাছে গান শেখা অনেক শিল্পীই আজ দেশে প্রতিষ্ঠিত। সেই বাবার সন্তান জিনাত শানু স্বাগতা, সন্ধি ও সভ্যতা—তিনজনই বেড়ে উঠেছেন গানের সঙ্গে। ভাইবোনেরা মিলে গড়ে তুলেছিলেন ‘মহাকাল’ নামের একটি ব্যান্ড। সন্ধি ও সভ্যতা আজ গানে প্রতিষ্ঠিত। স্বাগতা গানের চেয়ে অভিনয়েই সুনাম কুড়িয়েছেন বেশি। তবু ছেড়ে দেননি গান। সময় করেই চর্চা চালিয়ে যান গানের। সম্প্রতি তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান। ‘সে সামথিং’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠ মিলিয়েছেন হাসান আজাদ।
‘সে সামথিং’ গানটি লেখার পাশাপাশি সুর করেছেন স্বাগতা ও হাসান। সংগীত আয়োজন করেছেন সন্ধি। ভিডিও নির্দেশনা দিয়েছেন অনিন্দ্য কবির অভিক। আগামী শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় গানটি প্রকাশ করবেন শিল্পীদ্বয়। এ উপলক্ষে একটি সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেদিন। অনুষ্ঠানে গাইবেন স্বাগতা, হাসান আজাদ, সন্ধি ও সভ্যতা।
এদিকে, স্বাগতা অভিনীত ‘বউ-শাশুড়ি’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। অপেক্ষায় আছে স্বাগতা অভিনীত সিনেমা ‘অসম্ভব’।