যশোরের অভয়নগরে এক দাখিল মাদ্রাসা সুপার আবদুর রশীদের বিরুদ্ধে একদিনে ১৫ দিনের উপস্থিতি স্বাক্ষর দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য এসএম ফজজুল বারী।
ঘটনাটি ঘটেছে, যশোরের অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের ৮ নম্বর সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গোপীনাথপুর মিলনী দাখিল মাদ্রাসায়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। ১৬ নভেম্বর তিনি হঠাৎ মাদ্রাসায় এসে একদিনে হাজিরা খাতায় অনুপস্থিতির দিনগুলোতেও স্বাক্ষর করেছেন।
বিষয়টি নিয়ে কথা বলতে মাদ্রাসা সুপার মাওলানা আবদুর রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।