‘হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে জাতি আজীবন স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে এলাকায় শূন্যতা তৈরি হয়েছে।’
গতকাল সোমবার নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুর পর এ মন্তব্য করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন।
এর আগে গতকাল দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদীর মৃত্যু হয়।
নুরুল ইসলাম জিহাদী একজন দেওবন্দী ধারায় বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস।
এ ছাড়া তিনি দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিশে শুরার সদস্য, যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্যীনসহ উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন।
নুরুল ইসলাম জিহাদী ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার মুনাফখীল গ্রামের জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন সমাপ্তির পর পটিয়ার কৈয়গ্রাম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে নুরুল ইসলাম জিহাদীর কর্মজীবনের সূচনা হয়।