জয়পুরহাটে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দিল্লির নাজিমুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার অনুসারীদের তাবলিগ জামাতের জেলা ইজতেমা। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। আগামী শনিবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
ইজতেমার আমির আলহাজ হাফিজ ইমাম গতকাল বুধবার জানান, ইজতেমা ময়দানে প্রায় ২০ হাজার মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে।
সুষ্ঠুভাবে ইজতেমা অনুষ্ঠানের জন্য অজুখানা, খাবার পানির ব্যবস্থা ও অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন। মুসল্লিদের জন্য বিশেষ সহযোগিতা করছেন স্থানীয় পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।