সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াসের অপসারণের দাবিতে সাতকানিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কেরানিহাট হক টাওয়ারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাতকানিয়া পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি ওসি গিয়াসকে অপসারণের দাবি জানান।