সন্ধ্যা নামলে গ্রামের রাস্তায় অন্ধকারে টর্চলাইটের আলোই ছিল ভরসা। তবে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকায় সেই দৃশ্য বদলে দিয়েছে ‘চৈতাবাতর যুবসমাজ’ নামের একটি সামাজিক সংগঠন। প্রবাসীদের পাঠানো অর্থ ও সংগঠনের সদস্যদের টাকায় এলইডি প্রযুক্তির লাইট বসিয়ে আলোকিত করা হচ্ছে রাস্তাঘাট।
সরেজমিনে দেখা যায়, তেলের বোতলের ভেতরে একটি এলইডি প্রযুক্তির লাইট ও পাইপ দিয়ে বিদ্যুতের তার যুক্ত করে তৈরি ল্যাম্প রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে। আর এতে নিরাপদে চলাফেরা করছেন এলাকার মানুষ। কমেছে চুরি-ছিনতাইয়ের ঘটনা।
সংগঠনের সদস্য আসিফ বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে ১ মার্চ থেকে বৈধ সংযোগের মাধ্যমে এলাকায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। এলাকার বিভিন্ন পয়েন্টে ২০টি লাইট লাগানো হয়েছে। পরে আরও ৭-৮টি লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। আমরা এই কাজটি শেষ করতে পারলে পুরো এলাকা আলোকিত হবে। সংগঠনে প্রায় ৫০ জন সদস্য রয়েছে। রাস্তা আলোকিত করতে পারলে আমাদের এলাকা থেকে মাদক ও ছিনতাই দূর হবে বলে আশা করছি। এলাকার মুরব্বিরা আলোয় চলাচল করতে পারবেন। সংগঠনের সদস্যদের বাড়ি থেকে এই লাইটের লাইন দেওয়া হচ্ছে।’