স্নানের সময় সাবান যে কেবল একটি প্রয়োজনীয় উপকরণ, তা নয়। টয়েলেট্রিজ কেনার ব্যাপারে যাঁরা একটু নিখুঁত করে ভাবেন আর খরচ করতেও দ্বিধা করেন না, তাঁদের জন্যই এই হদিস। স্নানের জন্য একটি সাবান কিনতে যদি ৩–৪ হাজার টাকা গুনতে পরোয়া না করেন, তবে একটু চোখ বুলিয়ে নিন তো এখানে। বলা হচ্ছে বিশ্বের দামি সাবানগুলোর কথা।
আরমেস
ফরাসি ব্র্যান্ড আরমেস তাদের বিলাসবহুল সুগন্ধির জন্য দারুণ জনপ্রিয়। আরমেসের সংগ্রহে রয়েছে ভিন্ন ভিন্ন সুগন্ধবিশিষ্ট সাবান, যা কিনা দিনের শেষে আপনাকে একেবারেই উজ্জীবিত করে তুলবে। বলে রাখা ভালো, আরমেস কিন্তু দামি টয়লেট্রিজ বিক্রির জন্য নাম কুড়িয়েছে। তাদের সাবান কিনতে হলে খরচ করতে হবে ৩০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা হয় ২ হাজার ৬০০ টাকা।
মিস ডিওর
ফরাসি ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওর। সুগন্ধিপ্রিয় নারীদের জন্য তারা এনেছে সুবাসিত ক্লিনজিং সাবান। তবে স্নানের পর দীর্ঘায়িত সুগন্ধ গায়ে বয়ে বেড়াতে খরচ তো একটু করতেই হবে। এই সাবানের দাম ৩০.৫১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২ হাজার ৬০০ টাকার কিছু বেশি।
টম ফোর্ডের সোপ বার
স্নানের সময় যদি সাবানের সুগন্ধ মন না ভরায়, তবে কি আর চলে? স্নানে আরেকটু বিলাসিতা যোগ করতে মার্কিন লাক্সারি ফ্যাশন হাউস টম ফোর্ড তাদের সংগ্রহে রেখেছে উদ উড সোপ বার। এই সাবান ভেজা ত্বকে একটুখানি বুলিয়ে নেওয়ার পরই নাকে এসে লাগবে রোজউড, অ্যাম্বার ও টঙ্কা বিনের সুবাস। শীতের রাতে পারফেক্ট হট শাওয়ারে এর চেয়ে বেশি আর কী চাই! ওহ্, আসল কথা তো বলাই হয়নি। এই সাবানে রয়েছে উড কাঠের নির্যাস, যা কিনা টম ফোর্ডের তৈরি সুগন্ধিগুলোয় অন্যতম দামি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এমন একটি সাবান কিনতে গেলে গুনতে হবে ৩০ পাউন্ড! যা বাংলাদেশি মুদ্রায় হয় ৩ হাজার ৫০০ টাকা প্রায়।
এর্নো লাজলোর ক্লিনজিং বার
আমেরিকান এই ব্র্যান্ডটির কালেকশনে রয়েছে সি মাড ডিপ ক্লিনজিং বার নামে একটি সাবান। ব্র্যান্ডটির দাবি, সাবানটি রোমকূপ থেকে ময়লা বের করে ত্বককে গভীর থেকে পরিষ্কার করবে ও ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করবে। এই সাবানে রয়েছে কয়লা ও ডেড সি মাড, যা কিনা ত্বককে বিষমুক্ত করে। এই সাবানে আরও যুক্ত করা হয়েছে সাইট্রাস ফল ও নানা রকম ফুলের সুবাস। সাবানটির দাম ৩৫ পাউন্ড। বাংলাদেশি টাকায় গুনলে ৪ হাজার ১০০ টাকা প্রায়।
ক্রিডের সিলভার মাউন্টেন ওয়াটার সোপ
এই সাবানের দাম ৪০ পাউন্ড, ভাবা যায়! মানে আমাদের দেশের হিসাবে ৪ হাজার ৭০০ টাকা প্রায়। তবে সৌন্দর্যচর্চায় যাঁরা একটু বিলাসী প্রকৃতির, তাঁরা বিশ্বের অন্যতম সেরা এ সাবানটি দিয়ে একবার হলেও স্নান করতে চাইবেন। এই সাবান তৈরিতে ব্যবহার করা হয়েছে আল্পস পর্বত থেকে নেমে আসা ঝরনার পানি। বহু দামি ফরাসি এ সাবানটি আরাধ্য না হয়ে পারে?
সূত্র: ক্ল্যাসিফায়েড