হোম > ছাপা সংস্করণ

নবজাতকের চিকিৎসায় স্ক্যানো ইউনিট চালু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় স্ক্যানো ইউনিট চালু করা হয়েছে। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ স্ক্যানো ইউনিট চালু করা হয়। কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হওয়া নবজাতক এবং ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ।

গতকাল সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি থেকে ইউনিটটির উদ্বোধন করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা বেগম শিউলী আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবু সাঈদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, এই ইউনিটটি চালু হওয়ার ফলে ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। মানুষকে এই বিষয়ে আর ঢাকামুখী হতে হবে না। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ