মিঠাপুকুর উপজেলার ১ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক গমচাষিকে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এগুলো বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নের ৭৫ জন করে কৃষক এই গমবীজ ও সার পেয়েছেন।
চলতি রবি মৌসুমে উপজেলার ৬ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন ধরনের বীজ ও সার দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।
কৃষি কর্মকর্তা বলেন, ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলার ১৭ ইউনিয়নে ১ হাজার ২৮০ কৃষককে গম, ২ হাজার ৬০০ কৃষককে ভুট্টা, ২ হাজার ৩২০ কৃষককে সরিষা, ২০০ কৃষককে সূর্যমুখী ও ২৫০ কৃষককে পেঁয়াজের বীজ এবং সার দেওয়া হবে।
সাইফুল আবেদীন আরও জানান, এসব ছাড়াও বিভিন্ন ফসলের প্রদর্শনী খেত করার জন্য মনোনীত কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এই উপজেলায় এ বছর সরিষা চাষ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।