হোম > ছাপা সংস্করণ

গাজীপুর-৪ আসন: লড়াই তাজউদ্দীনের মেয়ে-ভাগনের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি এবং ভাগনে আলম আহমেদের মধ্যে ভোটের মাঠের লড়াই জমে উঠেছে। এই আসনে নৌকার প্রার্থী সিমিন আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আলম।

ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠেও প্রচার চালাচ্ছেন তিনি।

জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপের অভিযোগে এই আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে, ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম তাঁর বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের ফলে আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার চালাচ্ছেন।

অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ