যশোর সদর ও মনিরামপুর উপজেলায় পানিতে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৃথক এই ঘটনা ঘটে।
যশোর: মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হামিদপুর এলাকায় পানিতে ডুবে জাওসান নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়। সে হামিদপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। জাওসান হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির চাচা আনোয়ার হোসেন বলেন, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় জাওসান। পরে তাকে আশপাশে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে পাওয়া যায়।
মনিরামপুর : উপজেলার উত্তর ভরতপুর গ্রামে পানিতে পড়ে মুছার আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি পেশায় মুছার আলী দিনমজুর ছিলেন।
খানপুরের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্জয় রায় জানান, মুছার আলী মৃগি রোগী ছিলেন।