ফেনীতে পঞ্চম ধাপের ছনুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার ওই ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী করিমুল্লাহর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার প্রার্থীদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিমুল্লাহ তাঁর বাহিনী নিয়ে চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা ইব্রাহীম ভূঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও হামলা চালায়। পরে তাঁরা অপর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম আবু পাটোয়ারীর বাড়িতেও গুলি ও হামলা করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। তবে করিমুল্লাহ অভিযোগ অস্বীকার বলেন, হামলার ঘটনা শুনে তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন।