২০২০ সালের ৭ এপ্রিল রবিশঙ্করের শততম জন্মদিন। বিশ্বজোড়া লকডাউনের কারণে থেমে থাকেনি সেই উদ্যাপন। ভার্চুয়ালি হয়েছে এই আয়োজন। কোল্ড প্লের ক্রিস মার্টিন থেকে শুরু করে জন লেজেন্ড, চার্লি পুথ, নিয়েল হোরান—সবাই সোশ্যাল মিডিয়ায় পারফর্ম করার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সেতারের দিকপাল শিল্পীকে। পারফর্ম করেছেন কন্যা আনুশকা শঙ্কর ও নোরা জোনস। রবিশঙ্করের একাধিক ছাত্রছাত্রীর বাজনা একসঙ্গে সংকলন করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দুই কন্যা।
আনুশকা শঙ্কর ভেবে রেখেছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাবার জন্মশতবার্ষিকীর আয়োজনটা ঘটা করে করবেন। এ বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি সেই আয়োজনটা করতে যাচ্ছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন রবিশঙ্করের আরেক কন্যা নোরা জোনস। লন্ডনের সাউথব্যাংক সেন্টারে ৫ মার্চ বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে তিনি ও কয়েকজন বিশেষ অতিথি সংগীত পরিবেশন করবেন। সুরকার ও সেতারবাদক আনুশকা বলেন, ‘দারুণ কিছু হতে চলেছে। জীবনে একবারই হয়তো এমন কনসার্টের আয়োজন করতে পারব। কয়েকজন অতিথি আসবেন অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করতে। আমি এ আয়োজনের জন্য মুখিয়ে আছি, রিহার্সালের প্রস্তুতি নিচ্ছি।’ কনসার্ট ছাড়াও থাকছে রবিশঙ্করকে নিয়ে চিত্র প্রদর্শনী, নৃত্য পরিবেশনাসহ নানা আয়োজন। একটি বিশেষ ওয়ার্কশপেরও আয়োজন থাকবে ওই দিন।
সাউথব্যাংক সেন্টারের ওয়েবসাইটে ইতিমধ্যেই গোটা বিষয়টি আপলোড করা হয়েছে। নিতিন শনি থাকছেন বিশেষ অতিথি হিসেবে। ভারতীয় শাস্ত্রীয় সংগীত, চলচ্চিত্রের সংগীত, পূর্ব-পশ্চিমের মেলবন্ধনে যে যে সংগীত নির্মাণ করেছিলেন রবিশঙ্কর, তা তুলে ধরা হবে কনসার্টে।
রবিশঙ্কর ও স্যু জোনসের মেয়ে নোরা জোনস একজন গীতিকার ও সুরকার হিসেবেও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। রবিশঙ্কর ও সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নেওয়া আনুশকা সংগীত চর্চার পাশাপাশি লন্ডনে রবিশঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন। আনুশকার শৈশব কেটেছে দিল্লি ও লন্ডনে। দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যেই থিতু হয়েছেন তিনি।
রবিশঙ্করের তিন সন্তানদের মধ্যে প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবীর সংসারে শুভেন্দ্র শঙ্কর নামে এক পুত্রসন্তান ছিল। রবিশঙ্করের মৃত্যুরও দুই দশক আগে শুভেন্দু মারা গেছেন।