পাইকগাছা থানা-পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে গাঁজাসহ আল মাসুদ রাজু (৩৬) নামে এক বিক্রেতাকে আটক করেছে। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মামলার তদন্তকরী কর্মকর্তা উপপরিদর্শক মো. আনজির হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে গাঁজা বিক্রি করছে এমন সংবাদ পাই। এ তথ্য পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে জানাই।
তাঁর দিক নির্দেশনায় পৌর সদরেরর ১ নম্বর ওয়ার্ডের মৃত নূরআলী গাজীর বাড়ীতে সহকরী উপ-পুলিশ পরিদর্শক পলাশকে নিয়ে অভিযান চালিয়ে আল-মাসুদ রাজু নামে একজকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তিতে বাড়িতে লুকিয়ে রাখা স্থান থেকে ৭ পুরিয়া গাঁজা বের করে দেয়।’
আনজির হোসেন আরও বলেন, ‘তিনি একজন মাদক বিক্রেতা ও অনেক দিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন রাজু গাঁজা ও ইয়াবা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তাঁর কাছে ইয়াবা খাওয়ার সরঞ্জাম পাওয়া গেছে। তাঁকে শনিবার (আজ) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’