হোম > ছাপা সংস্করণ

সন্তানের ছবি দেখিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাসেল

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মোটরসাইকেল চালক রাসেল হোসেনকে হত্যার দুই মাস পর রহস্য উদ্‌ঘাটন করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় হত্যার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার মূল রহস্য বেরিয়ে আসে। তাঁরা মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা থেকে রাসেলকে হত্যা করেন।

মৃত্যুর আগে রাসেল তাঁর মেয়ের ছবি দেখিয়ে জীবন ভিক্ষা চাইলেও ঘাতকেরা তাঁকে ছুরিকাঘাতে মেরে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এমনটিই প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের ডেপার মাঠের ধান খেত থেকে পৌরসভার সাবদিয়া গ্রামের মাজিদ মোড়লের ছেলে রাসেল হোসেনের (২৬) লাশ উদ্ধার করে থানা পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতো ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। রাসেল বিবাহিত ও এক মেয়ের বাবা।

রাসেল হোসেন গত ১৬ আগস্ট বিকেলে ভাড়ায় মোটরসাইকেল চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। পর দিন চিংড়া ডেপার মাঠে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। গত শনিবার মাসুদ হোসেন (১৯) ও অহিদ হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার এসব তথ্য জানা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ