হোম > ছাপা সংস্করণ

পৌর মেয়রকে কারণ দর্শানোর নোটিশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০ দিনের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ থেকে পদায়ন ও বদলিকৃত নির্বাহী প্রকৌশলীর যোগদানপত্র গ্রহণ না করায় বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন গত সোমবার তাঁকে এই চিঠি দেন। চিঠিতে একই সঙ্গে ওই পৌরসভার সব উন্নয়নকাজের বরাদ্দ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগ থেকে রায়পুর পৌরসভার সহকারী প্রকৌশলী জুলফিকার আহম্মেদকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দিয়ে রায়পুর পৌরসভায় যোগদান করার আদেশ দেওয়া হয়। কিন্তু মেয়র এ যোগদানপত্র গ্রহণ না করায় জুলফিকার পাশের রামগঞ্জ পৌরসভায় বদলি হয়ে যোগদান করেন। পরে একই পদে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামকে রায়পুর পৌরসভায় যোগদানের আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই আদেশও গ্রহণ করেননি পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। বর্তমানে পৌরসভায় নির্বাহী প্রকৌশলীর পদটি শূন্য রয়েছে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, ‘আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। নিয়মমাফিক তারা যেটা করার সেটা করেছে। এটা কোনো সমস্যা নয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ