তৃতীয় ধাপে গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় ১৪ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নিমগাছী ইউপিতে শাহাদৎ হোসেন (আনারাস) ও জহুরুল ইসলাম (মোটরসাইকেল), চিকাশি ইউপিতে আব্দুর রাজ্জাক (জোড়া পাতা) ও মাহবুবুর রহমান মাসুদ (টেবিল ফ্যান), চৌকিবাড়ি ইউপিতে মজনু শেখ (হাতপাখা), ধুনট ইউপিতে শাহীনুর ইসলাম টগর (ঘোড়া), এলাঙ্গী ইউপিতে মাসুদ রানা (চশমা) ও আসাদুল শেখ (হাতপাখা), গোসাইবাড়ি ইউপিতে জিয়াউল আলম (অটোরিকশা), গোপালনগর ইউপিতে ওমর আলী (গোলাপ ফুল) এবং মথুরাপুর ইউপিতে এমএ রাজ্জাক (গোলাপ ফুল), খাদেমুল ইসলাম (লাঙল), মাহফুজার রহমান (মোটরসাইকেল) ও মোহাম্মদ আলী (ঘোড়া)।
নির্বাচনী বিধান অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশের কম পাওয়ায় তাঁদের এসব প্রার্থী তাঁদের জামানত হারান। ধুনট উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।