কিশোরগঞ্জের ভৈরবে পাদুকাশিল্প পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি গত শনিবার ভৈরব শহরের বিভিন্ন এলাকা ঘুরে পাদুকা কারখানা, কমন সার্ভিস সেন্টার ও রিসাইক্লিং ইউনিট পরিদর্শন করে। এ সময় তারা পাদুকা কারখানায় উন্নতমানের ও টেকসই পাদুকা উৎপাদন এবং কারখানা মালিকদের প্রতি শ্রমিকদের জন্য উন্নত পরিবেশ সৃষ্টির জন্য সচেতনতামূলক পরামর্শ দেয়। কারখানায় মালিক-শ্রমিকদের সঙ্গে পাদুকার বিভিন্ন সুযোগ-সুবিধাসহ নানা বিষয়েও আলাপ করে তারা।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় আসা বিশ্বব্যাংকের দলটি পপির মাঠপর্যায়ের কার্যক্রমও পরিদর্শন করে।