বিশ্বনাথ উপজেলায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। জগন্নাথপুর রোডের পুরানবাজারে মিতা টেলিকম ও বাবুল মাইক নামের দুটি প্রতিষ্ঠানে গত রোববার রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের টিন কেটে প্রতিষ্ঠানে প্রবেশ করে টাকা, মোবাইল সেটসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
মিতা টেলিকমের পরিচালক মো. আলী মুক্তার ও বাবুল মাইকের পরিচালক সৌরভ পাল জানান, প্রতিদিনের মতো তাঁরা গত রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যান। গতকাল সোমবার প্রতিষ্ঠানে ফিরে দেখতে পান টিন কেটে কে বা কারা ভেতরে প্রবেশ করে টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ক্ষতিগ্রস্তদের মামলা করতে বলেছি।’