হোম > ছাপা সংস্করণ

তিস্তার চরে কম সময়ে ফসল পেতে বাদাম চাষ

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া

গঙ্গাচড়ায় তিস্তার পাড় ও চরে ফসল চাষ করে তা ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে কৃষকদের দুশ্চিন্তায় থাকতে হয়। নদীতে আগাম বন্যা বা আকস্মিক ঢলে প্রায়ই খেত তলিয়ে যায়। এ জন্য কম সময়ে ফসল পেতে কৃষি বিভাগের পরামর্শে এখন বাদাম চাষ করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় তিস্তার চরে এ বছর ১১০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাদামগাছের সবুজ রঙে চরের বুক ছেয়ে আছে। যে দিকে চোখ যায় শুধু বাদামখেত। কৃষকেরা গাছের পরিচর্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকছেন চরে। খেত পরিচর্যায় নারীশ্রমিকদের কদর বেশি। চাষিরা মনে করছেন, বৈরী আবহাওয়া ও অসময়ে বন্যা না হলে ভালো ফল হবে।

চরে কথা হয় বাদামচাষি আজিজুলের সঙ্গে। তিনি বলেন, ‘তিন একর জমিতে বাদাম লাগিয়েছি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আশা করছি ভালো ফলন পাব।’

ছালাপাক গ্রামের শরিফুল ইসলাম চরের পৌনে তিন একর জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছিলেন। কিন্তু খেতে ভাইরাসের সংক্রমণের কারণে ভালো ফলন না পাওয়ায় গাছগুলো ভেঙে দিয়ে বাদামের বীজ বপন করেন। এতে ব্যয় হয়েছে ১২ হাজার টাকা। এখন পরিচর্যায় শ্রমিকের জন্য ১০ এবং সার প্রয়োগ ও ফসল সংগ্রহে ১২ হাজার টাকার মতো লাগবে। অর্থাৎ সব মিলিয়ে ব্যয় হবে ৩৪ থেকে ৩৫ হাজার টাকা। ভালো ফলন হলে বাদাম পাওয়া যাবে ৭০ মণ। যার বাজার দর ১ লাখ ৭৫ হাজার টাকা।

তিস্তার পানিতে ফসল হারানো নিয়ে হতাশা প্রকাশ করে পশ্চিম ইচলি গ্রামের চাষি আলমগীর হোসেন বলেন, ‘কষ্ট করি আবাদ করি, ফসল ঘরে ওঠার আগে নদীর পানি ভাসি নিয়া যায়। গত বছর বাদাম তোলার সময় হঠাৎ নদীত পানি আসি সব ফসল ভাসি গেইছে। কষ্ট করি আবাদ করি লাভটা কী হয়! সরকার যদি হামাক তিস্তা নদী খনন করি বান্দি দেয়, তাহইলে এত কষ্ট করা নাগিল না হয়। বউয়ের গালার জিনিস, বাড়ির গরু বিক্রি করি ফসল আবাদ করি, সে ফসল না উঠতে নদী ভাসি নিয়া যায়। দুই বছর থাকি খালি লস হরার নাংছে। এভাবে কী চলা যায়! সরকার একটু আমারগুলার ওপর দয়া করলে কষ্ট লাগব হইল হয়।’

এ বিষয়ে উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘যেহেতু এ উপজেলা নদীমাতৃক, তাই কৃষকেরা যাতে কম সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে পারেন সে জন্য আমরা চিনা বাদাম-৪-এর বীজ লাগাতে বলি। এ বাদাম ১০০ থেকে ১১০ দিনের মধ্যে ঘরে তোলা সম্ভব। আমরা কৃষকদের এ জাতের বাদাম লাগাতে উদ্বুদ্ধ করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ