জীবন-মৃত্যু মানবজীবনের দুটি অধ্যায়। মৃত্যুর মাধ্যমে জীবনাবসান ঘটে। যার জীবন আছে সে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলেন, ‘প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (সুরা আনকাবুত: ৫৭)
আল্লাহ তাআলা পরীক্ষার জন্যই জীবন-মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ‘যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম।’ (সুরা মুলক: ২) কিন্তু মৃত্যু থেকে পলায়ন করা অসম্ভব। অতীতে কেউ তা পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। আল্লাহ বলেন, ‘বলুন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তারপর তোমাদের অদৃশ্য ও দৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তারপর তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করতে।’ (সুরা জুমুআ: ৮)
এ প্রসঙ্গে আমরা মুসা (আ.)-এর জীবনাবসানের ঘটনা উল্লেখ করতে পারি। বর্ণিত আছে, মৃত্যুর ফেরেশতা যখন মুসা (আ)-এর কাছে আসেন, তখন তিনি ফেরেশতার গালে থাপড় মারেন। এরপর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বললেন, ‘হে আল্লাহ, আপনি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন, যে মরতে চায় না।’ আল্লাহ বললেন, ‘তুমি তার কাছে আবার যাও এবং একটি ষাঁড়ের পিঠে তাকে হাত রাখতে বলো। তার হাতের নিচে যত পশম পড়বে তাকে তত বছর হায়াত দেওয়া হবে।’ ফেরেশতার প্রস্তাব শুনে মুসা (আ.) বললেন, ‘তারপর কী হবে?’ তিনি বললেন, ‘মৃত্যু হবে।’ এ কথা শুনে মুসা (আ.) বললেন, ‘তাহলে এখনই আমার জান কবজ করো।’ (বুখারি)
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়