হোম > ছাপা সংস্করণ

হাঁটুপানির নিচে অলিগলি রাস্তা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও গত রোববার থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কর্মমুখী মানুষসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

গতকাল সকালে সরেজমিন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার গলি রাস্তায় দেখা যায় হাঁটুপানি। এতে এলাকার অফিসগামী লোকজন বিপাকে পড়েন। এ ছাড়া বৃষ্টিকে পুঁজি করে রিকশাচালকেরা ২০ টাকার ভাড়া নিচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। ফলে অনেকটা বাধ্য হয়েই বাড়তি ভাড়ায় কর্মক্ষেত্রে যেতে হচ্ছে বিভিন্ন কর্মজীবী মানুষের। নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, পোশাককর্মীদের অনেককে মাথায় পলিথিন দিয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে।

বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করা দিদারুল আলম বলেন, ‘আগে এ এলাকার রাস্তাগুলোয় আরও অনেক বেশি জলাবদ্ধতা হতো। রাস্তা ও নালার উন্নয়ন কাজ হওয়ায় তা কিছুটা কমেছে। বৃষ্টি হলেই সকালে অফিসে যেতেই বিপত্তির সৃষ্টি হয়। এখন হাঁটুপানিতে হাঁটতে গেলে কাপড়চোপড় সব ভিজে যাবে।’

রিকশাভাড়া কেন বেশি নিচ্ছেন জানতে চাইলে আবুল নামে এক রিকশাচালক বলেন, ‘বৃষ্টির ভিত্তি রিকশা চালাইলে ব্যাটারির চার্জ বেশি খায়, তাই মামাগো থিক্কা ১০-২০ টেয়া বেশি চাইয়া লই।’

কলেজছাত্র রায়হান সরকার বলেন, ‘কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু রাস্তার যে অবস্থা, হেঁটে যাওয়ারও অবস্থা নেই।’

সমীর আলী নামে এক দিনমজুর বলেন, ‘আমরা গরিব মানুষ, কাজ না করতে পারলে খামু কী? সারা দিন যে বৃষ্টি হইতাছে মনে হয় না আজকে কোনো কাজ করতে পারমু।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড় জাওয়াদ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি ভারতের উডিশার পুরি উপকূল দিয়ে স্থলভাগে ওঠার কথা থাকলেও তা হয়নি। এখনো সমুদ্রপথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ