ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে দুই ইউপিতে নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।
আলমপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ১১ হাজার ৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গাজিউল হক সাবলু মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।
মামুদপুর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মশিউর রহমান শামীম ৮ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ বকুল আনারস প্রতীকের ৪ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।